মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান,গাজীপুর: মঙ্গলবার সারাদেশের ন্যায় গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন র্যালী ও আলোচনা সভা করেছে।
গাজীপুর শহরের হাবিবউল্লাহ স্বরণীতে আলোচনা সভা করে জাতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখা।
জতীয় মানবাধিকার কাউন্সিল গাজীপুর জেলা শাখার কর্মকর্তা ডা: বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় ও গাজীপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারী,জেলার সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসি বেগম, জেলার কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া, আলী আজগর খান পিরু, কালিগঞ্জ উপজেলার সভাপতি থন্দকার মো: ইব্রাহিম, গাজীপুর সদর মেট্রো শাখার সভাপতি এম ইউ আজমেদ ভুইয়া রিমন, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আহাম্মদ আলী, টঙ্গী থানা শাখার সাধারণ সম্পাদক হাছনা হেনা, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাহান্নর ভাষা আন্দোলন গবেষনা পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান মো: শাহ সুলতান আতিক, গাজীপুর জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন, জামাকা গাজীপুর জেলা শাখার কর্মকর্তা সামসুদ্দিন প্রমূখ।