বরিশাল: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিকালে বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের। সভাপতি হিসাবে ঘোষণা করা হয় একেএম জাহাঙ্গীরের নাম। আর সাধারণ সম্পাদক হিসাবে একমাত্র প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নাম ঘোষণা করা হয়। একেএম জাহাঙ্গীর সাবেক কমিটির সাধারণ সম্পাদক এবং সাদিক আব্দুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।