বা!লাদেশে প্রথম করোনা রোগীর মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৪ জন

Slider জাতীয় টপ নিউজ সারাদেশ

ঢাকা: বাংলাদেশে প্রথম একজন করোনা রোগী মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ১০ থেকে বেড়ে ১৪জন। আক্রান্ত রোগীর মধ্যে একজন নারী। আর ‍মৃত ব্যাক্তি ৭০ বয়সী একজন পুরুষ। তিনি গতকাল আক্রান্ত হন।

করোনায় মারা যাওয়া ব্যাক্তি বিদেশ ফেরত কোন ব্যাক্তির সংস্পর্শে থেকে আক্রান্ত হয়। এরপর তাকে আইসোলেশনে রাখা হয়। অতঃপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যক্তিকে ধর্মীয় বিধান মতে কবর দেয়া হবে।

আজ বুধবার বিকাল পৌণে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নিহত ব্যক্তি সম্পর্কে আইইডিসিআরের পরিচালক জানান, তার বয়স ৭০-এর অধিক। তিনি কিডনি, হার্টসহ বিভিন্ন রোগেও ভুগছিলেন। তিনি বিদেশফেরত কারো সংস্পর্শে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানান আইইডিসিআরের পরিচালক

তিনি আরো জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। পরীক্ষা করা হয়েছে ৩শ’র উপরে। আইসোলেশনে রয়েছেন ১৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *