উপজেলা করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
কালিয়াকৈর(গাজীপুর): রমজানকে সামনে রেখে সোমবার সকাল থেকে গাজীপুরে কালিয়াকৈরে শুরু হয়েছে ফলে ফরমালিন মুক্তকরন অভিযান।
রাজধানীর প্রবেশ মুখ গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে সকাল থেকে শুরু হয় এ অভিযান। এতে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন নাহার।
উত্তরবঙ্গ থেকে আম ও লিচু নিয়ে আসা বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে তা পরিক্ষা করা হয়। পরীক্ষায় লিচুতে মধ্যে ৪.৬ ও আমের মধ্যে ০২.৩৬ মাত্রায় ফরমালিয়ন থাকায় প্রায় পাঁচ ট্রাক আম ও এক ট্রাক লিচু মহা-সড়কে ফেলে গাড়ীর চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ফল ধ্বংস করা হয়। রমজানে ফরমালিন মুক্ত ফল বাজারে নিশ্চিত করার জন্য এ অভিযান বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।