নদীর তীরে পচন ধরল নারীর লাশে!

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর: অজ্ঞান নারীর লাশ সূতিয়া নদীতে ভাসতে দেখে স্থানীয় জেলেরা তুলে আনেন নদীর তীরে পরে স্থানীয়রা ময়মনসিংহের পাগলা, গাজীপুরের শ্রীপুর ও বাংলাদেশ রেলওয়ে পুলিশকে খবর দেয়। ঘটনা স্থলে সকল থানা পুলিশ এসে সিমানা জটিলতার কারণ দেখিয়ে লাশ উদ্ধারেে অপারগতা প্রকাশ করে একে একে চলে যায় সকল অফিসারগণ।

২০ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হলেও অজ্ঞাত নারী (৩৫) এর লাশ গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত পড়ে ছিল সূতিয়া নদীর তীরে!

শ্রীপুর উপজেলার কাওরাইদ গয়েশপুর বাজারে পাশে রেল সেতুর নিচে এ মরদেহটি পড়ে আছে। অজ্ঞাত এ নারীর কোনো স্বজন এখনো খোঁজ পাওয়া যায় নি। এরি মধ্যে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েও মরদেহ উদ্ধারে কোনো কাজ করেনি। এ নিয়ে স্থানীয়রা পুলিশের দায়িত্বে ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেল সেতু দিয়ে ওই নারী শ্রীপুরের কাওরাইদ বাজার থেকে গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজারে পাড়ি দেওয়ার সময় এক ট্রেন চলে আসে। পরে ওই নারী দ্রুত সেতুর নিচে পাটাতনে আশ্রয় নেয়। পরে সকালে সুতিয়া নদীর পানিতে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পাগলা থানা পুলিশে খবর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *