ঢাকা: নতুন সড়ক পরিবহন আইনে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার সকাল থেকে রাজধানীর আটটি স্পটে আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৮টি মামলা করে ভ্রাম্যমাণ আদালত। আইনটি রোববার থেকে কার্যকর করা হলেও সোমবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ, উত্তরা, বনানী, মতিঝিল, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মামলার পাশাপাশি এসব এলাকায় এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান বিআরটিএ এর পরিচালক (এনফোর্সমেন্ট) একেএম মাসুদুর রহমান। তবে প্রথম দিনে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি বলেও জানান তিনি।
গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর থেকে সোমবার প্রয়োগ শুরু করেছে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)।