পুঁজিবাজারে তালিকাভূক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) বন্ড ছেড়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকা আকারের সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে বলে রোববার ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, এর মাধ্যমে ইউসিবিএল দ্বিতীয় বারের মতো বন্ড ছাড়তে যাচ্ছে। তবে এ বিষয়ে ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে ইউসিবিএল। এরপর সংশ্লিষ্ট নীতিনির্ধারক প্রতিষ্ঠানের অনুমোদনের পর সিদ্ধান্ত কার্যকর করা হবে।