পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ইন্টার আইটি ফেয়ার-২০১৪’ নামে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
পাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন ও সিএসই বিভাগের চেয়ারম্যান কিসলু নোমান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, গত ৫ বছরে দেশে তথ্য প্রযুক্তি খাতে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের বিশ্বাস টেকনোলজি মানুষের হাতে পৌঁছে দিতে পারলে দেশ সহসাই বদলে যাবে। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সময়ে দেশ আইটি সাগরে ভাসছে। বিশ্বের দরবারে ইতিমধ্যে বাংলাদেশের ছেলেমেয়েরা তথ্য প্রযুক্তিতে জায়গা করে নিয়েছে। বিশ্ব আজ বুঝতে পেরেছে বাঙালির সন্তানদের শরীরে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনায় তারা বিশ্বের দরবার আইটি সেক্টরে বিশেষ অবদান রেখে চলেছে।