হ্যামস্ট্রিং ইনজুরিতে ভূগছেন মিচেল মার্শ। ধারণা করা হয়েছিল, মেলবোর্নের তৃতীয় টেস্টর পর সিডনিতে ফিরতে পারবেন। কিন্তু তা হল না। মেলবোর্নের মত সিডনিতেও এই অলরাউন্ডারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
শেষ টেস্টেও খেলতে পারবেন না মিচেল মার্শ
ব্রিসবেনের গ্যাবায় ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মিচেল। প্রথম ইনিংসের পর আর বল করতে পারেন নি। তার জায়গায় সিডনিতে দলে নেয়া হয় জো বার্নসকে। দলের সাথে সিডনিতে এসেছেন মিচেল। সবাই ভেবেছিল, সময়ের মধ্যেই সেরে উঠবেন মিচেল। কিন্তু মেলবোর্নের প্রথম দিনে দৌড়াতে গিয়ে যন্ত্রণাটা আবার টের পান তিনি।
এরপর দলের চিকিৎসক অ্যালেক্স কুন্টোরিস জানিয়েছেন, “মিচেল মার্শের স্ক্যান করা হলে নিশ্চিত হওয়া যায় যে সিডনিতে খেলতে পারবে না সে। সামনের তিনজাতি ওয়ানডে টুর্নামেন্টের জন্য তাকে ফিট করে তোলাই আমাদের লক্ষ্য এখন।” অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডকে নিয়ে হবে তিনজাতি ওয়ানডে ক্রিকেট। এই সিরিজের মতো বিশ্বকাপের চূড়ান্ত ১৫ সদস্যের দলেও অস্ট্রেলিয়া চায় মিচেলকে।