মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির সকল খেলোয়ারদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪ টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত ক্রিকেট একাডেমির অডিটোরিয়ামে এ জার্সি উন্মোচন করেন, একাডেমির সভাপতি, মল্লিক ডেভেলপমেন্টে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক আহমেদ মল্লিক এবং সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ও একাডেমির সেক্রেটারি মোঃ নাহিদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন সাত্তার মেটালের ম্যানেজিং ডিরেক্টর সিয়াম, বেস্ট ইলেভেন একাডেমির ম্যানেজার সখাওয়াত আলম সৌকি, কোচ অরিন্দ্রম পালসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক জুনায়েদ পাঠাগার সম্পাদক তুহিন এবং একাডেমির সকল খেলোয়াড়বৃন্দ।এ সময় বেস্ট ইলেভেন ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাহিদ আলম বলেন, দেশের স্বনামধন্য কোচ দ্বারা পরিচালিত আমাদের একাডেমির খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে ইতিমধ্যেই আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং ভবিষ্যতে যাতে এখান থেকে খেলোয়াররা জাতীয় দলে সুযোগ করে নিতে পারে সে ধরনের সুযোগ সুবিধা আমরা তাদেরকে দিচ্ছি।
সাত্তার মেটালের ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ সাত্তার সিয়াম শুভেচ্ছা বক্তব্য দেন এবং একাডেমির খেলোয়ার দের সাফল্য কামনা করেন সবশেষে সমাপনী বক্তব্যে বেস্ট ইলেভেন একাডেমির সভাপতি, মল্লিক
ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ মল্লিক বলেন একাডেমিকে দেশসেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে সে ধরনের সব পদক্ষেপ আমরা গ্রহণ করবো।