হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি স্কুল এন্ড কলেজ মাঠে রোববার (৬ অক্টোবর) বিকেলে শহীদ সামসুল ইসলাম সুরুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাকিনা আলোকিত স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ৪-২ গোলে গোড়ল যুব স্পোটিং ক্লাবকে পড়াজিত করে চ্যাম্পিয়ান হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দরের মাঝে ট্রফি তুলে দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক। পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকার ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। এ সময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক আশরাফুজ্জামা খাঁন মোরশেদ, সম্পাদক বাদশা ফরহাদ বিল্পব, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার, নামুড়ি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ইউপি সদস্য মজিবর রহমান।
পলাশী ইউপি ক্রিড়া সংস্থার আয়োজনে টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহন করে।