ডেস্ক | ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (সদ্য বহিস্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইল অফিসে অভিযান চালিয়েছে র্যাব। এজন্য হেফাজতে থাকা সম্রাটকে আজ দুপুর দেড়টার দিকে সেখানে নেয়া হয়।
এছাড়া অভিযান চলছে তার শান্তিনগর ও মহাখালীর বাসায়ও। র্যাবের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি দল। এ সময় র্যাবের গাড়ি থেকে সম্রাটকে নামিয়ে হেলমেট পরিয়ে কার্যালয়ের ভেতরে নেয়া হয়।
সম্রাটের কার্যালয়ে অভিযান উপলক্ষ্যে বিপুল সংখ্যক র্যাব সদস্য ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।
জানা গেছে, সম্রাটের শান্তিনগরের বাসায় তার ভাই মো. বাদল থাকেন। মহাখালীর বাসায় থাকেন সম্রাটের প্রথম স্ত্রী।
রাজধানীতে ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে যুবলীগ নেতা সম্রাটকে আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আটক করা হয়।