জিয়া ও মোস্তাকের ভূমিকা জাতির সামনে তুলে ধরা হবে—–মুক্তিযুদ্ধ মন্ত্রী

Slider বাংলার মুখোমুখি সারাদেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবারের হত্যাকাণ্ডে জিয়া ও মোস্তাকের ভূমিকা জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

আজ শনিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর বাসস্টান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ১৫ আগস্ট পাকিস্তান ও আমেরিকার দূতাবাস খোলা ছিল। খুনি জিয়া ও মোস্তাকের কি ভূমিকা ছিল তা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, ১৯৬২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে এসেছিলাম। বঙ্গবন্ধুর আর্দশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি নাই। বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে আজও কাজ করে যাচ্ছি। যতদিন মুজিববাদ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হবে ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে না। আমার এ স্বাধীনতা পদক কালিয়াকৈর ও গাজীপুরবাসীকে উৎর্সগ করলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি,গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামছুল আলম প্রধান,গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *