পিরোজপুর: ‘বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী’ বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুজিব আদর্শের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ তার অগ্রযাত্রা অব্যাহত রেখে সম্মুখে এগিয়ে চলেছে। ‘তরুণরাই দেশের শক্তি,দেশের সম্পদ। আর দেশের ১১ কোটির ও অধিক তরুণকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সু নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে এ সকল তরুনদের মাধ্যমে এ দেশের ভবিষ্যৎ প্রজন্ম মুজিব আদর্শিক জাতি হিসেবে বিশ্বের বুকে স্বমহিমায় নিজেকে তুলে ধরতে সক্ষম হবে। এই চেতনায় তরুন প্রজন্মকে বঙ্গবন্ধু গবেষণা কার্যে সম্পৃক্ত করাই আমাদের অভিপ্রায়। আর সেই ধারাবাহিকতায় এবার গঠিত হল পিরোজপুর জেলা শাখা আহবায়ক কমিটি। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটিরি সভাপতি বঙ্গবন্ধু গবেষক লায়ন গনি মিয়া বাবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্তকে আহবায়ক ও অরবিন্দু সিকদার কে সদস্য-সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
যুগ্ম আহবায়ক যথাক্রমে এডভোকেট হুমায়ুন কবির শেখ, রিপন সিকদার, মো. জসীম উদ্দিন হাওলাদার, হাসান সর্দ্দার। সদস্য যথাক্রমে
ননী গোপাল মজুমদার,শাহ মোহম্মদ ইউনূস,মো.মিরাজুর রহমান,এড.দীপংকর হালদার দীপু,সন্তোষ কুমার বড়াল,শচী দুলাল রায়,কাজী মনিরুজ্জামান
মো. আরিফ মাহামুদ,মো. আব্দুর রাজ্জাক শেখ,মো. লুৎফর রহমান,সমীরণ হালদার,পার্থ সারথী মজুমদার, মো. হুমায়ুন কবির আকন,বিনয় রায়,মো. বেলাল শেখ নীরু, মো. রাসেল খন্দকার, মো.হাসান সাব্বির,লিপিকা বৈদ্য, ইতি রানী নাগ, নাজমা আক্তার ও
ফাতেমা বেগম।