জামালপুরে বন্দুকযুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসায়ী নিহত

Slider গ্রাম বাংলা

জামালপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা মামলাসহ ১৪ মামলার আসামি শিপন নিহত হয়েছে। সোমবার ভোরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিপন (২৮) শেরপুর জেলার মুন্সিরচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শরিবার রাতে বকশীগঞ্জ থানার মেরুরচর ইউনিয়নে দশআনী নদীতে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে একটি নৌকাকে ধাওয়া করে।

পরে টহল পুলিশের একটি দল ওই নৌকার মাঝি শাহিদুর রহমান ও শিপনকে গ্রেফতার করে। এ সময় পুলিশ শিপনের কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করে। পরে সোমবার ভোরে শিপনের দেয়া তথ্যনুযায়ী তাকে নিয়ে বকশীগঞ্জের ডুমুরতলা বিট অফিস এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল সন্ত্রাসী।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয় শিপন। পরে পুলিশ পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শিপনকে আহত অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি দেলীয় পাইপগান, একটি রামদা ও ৩শ’ পিচ ইয়াবা উদ্ধার করে।

শিপনের বিরুদ্ধে জামালপুর ও শেরপুর জেলায় খুন, নারী নির্যাতন, অস্ত্র-বিস্ফোরক ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *