নড়াইলের কালিয়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ঐ ছাত্রীর স্কুলের পাশের পাটক্ষেতে এ ধর্ষনের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ বুধবারও ঐ ছাত্রী সকালে নিজ বিদ্যালয়ে যায়। সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের পাশ থেকে উপজেলার নয়া মাউলী গ্রামের মৃত ছাত্তার মোল্যার ছেলে ছবেদ মোল্যা পূর্ব পরিচয়ের সূত্র ধরে তাকে ফুসলিয়ে বিদ্যালয়ের পাশের পাটক্ষেতে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
এরপর ঐ ছাত্রীকে উদ্ধার করে পুলিশে খবর দিলে উপজেলার নড়াগাতি থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলার নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধর্ষিতা শিশুটির চাচা আরমান হোসেন জানিয়েছেন, ঘটনাটিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।