টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে সুমলা ভানু (৫৫) নামের এক বিধবাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে বিধবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমড়াতৈল এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত সুমলা ভানু এলাকার মৃত বাবর আলীর স্ত্রী।
এ ঘটনায় বিধবার ছেলে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের অভিযান চলছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর একটি টিনের ঘরে মাঝখানে বেড়া দিয়ে এক পাশে সুমলা ভানু আর এক পাশে ছেলে হোসেন আলী স্ত্রীকে নিয়ে থাকত। মঙ্গলবার মধ্যরাতে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বিধবাকে হত্যা করে তার গলার একটি স্বর্ণের চেইন, পাঁচ হাজার টাকা ও একটি অটোভ্যানের চাবি নিয়ে যায়। ভোর বেলায় ঘরের দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকলে শ্বাসরোধ অবস্থায় বিধবা মায়ের লাশ দেখে চিৎকার করে হোসেন। স্থানীয়রা সংবাদ পেয়ে পুলিশে খবর দেয় এবং সকাল ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।