রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা হয়েছে।
(৯ জুলাই সোমবার) সকাল থেকে হাইওয়ে থানার ওসি মো.দেলোয়ার হুসেনের নেতৃত্বে অভিযান শুরু হলেও বৃষ্টির কারনে দুপুর পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
এসময় রোড পার্মিট ও ফিটনেস না থাকায় ১১টি গাড়ীকে আটক মামলা দেয়া হয়েছে। অন্য দিকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। এ মামলা গুলো থেকে প্রায় লক্ষাধিক টাকার রাজস্ব আদায় হবে।
ওসি মো. দেলোয়ার হুসেন জানান, সারা দিনব্যাপী অভিযান পরিচালনা করার কথা থাকলেও বৃষ্টির কারনে সম্ভব হয়নি। বিশেষ করে মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুল গাড়ী (মাইক্রোবাস) একেবারে ফিটনেস বিহীন। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য স্কুলবাস গুলো আমাদের বেশি নজরে রয়েছে।
তিনি আরো জানান, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির মাওনা শাখার একটি গাড়ী ও ন্যাশনাল মেরিট একাডেমির আরেকটি গাড়ীকেও মামলা দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।