এজবাস্টনে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে এবারের বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করল কোহলিরা। রোহিতের সেঞ্চুরি আর বল হাতে বুমরাহ-হার্দিকের গতির কাছে হার মানলো টাইগাররা। কাজে এলো না মুস্তাফিজুর ও সাকিব-সাইফুদ্দিনের লড়াই।
তবে বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বিরাট বলেন, ‘টুর্নামেন্টে খুব ভাল খেলছে বাংলাদেশ। ওদের কৃতিত্ব প্রাপ্য। লড়াই বেশ কঠিন করে তুলেছিল।
শেষ উইকেট পর্যন্ত লড়াই করেছে ওরা’।
লিগে শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিরাটের কথায়,’একটা ম্যাচ বাকি রেখে সেমিফাইনালে পৌঁছে আমরা খুশি। তবে শ্রীলঙ্কাকে হালকা নেওয়ার প্রশ্ন ওঠে না। ওরা ভাল দল। লিগের শেষ খেলাটাও জিততে চাই’।
বাংলাদেশের বিপক্ষে চারজন স্পেশালিস্ট ও এক অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছিল ভারত। ফলে হার্দিকের উপরে দল অনেকখানি নির্ভর করেছিল। তিনটি উইকেট তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। বিরাট বলেন,’চাপে পড়লেও হার্দিক উইকেট নেওয়ার পথ ঠিক খুঁজে পায়। ও ব্যাটসম্যানদের মতো ভাবতে পারে। আমরা চেয়েছিলাম একটা ঠিকঠাক কম্বিনেশন। সবসময় দল নিয়ে নমনীয় থাকতে চাই’।