ফের হত্যার হুমকি দেওয়া হল কলোম্বিয়ার এক ফুটবলারকে। কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে টাইব্রেকারে শট মিস করেছিলেন কলোম্বিয়ার জাতীয় দলের ফুটবলার উইলিয়াম টেসিলো। যার ফলে কোপা থেকে ছিটকে যেতে হয় কলম্বিয়াকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দেওয়া হয়েছে টেসিলোকে।
উইলিয়াম টেসিলোর স্ত্রী ড্যানিয়েলা মেজিয়া তার ইনস্টাগ্রামে সেই হর্যার হুমকির একটি স্ক্রিনশট তুলে দিয়েছেন। যা উস্কে দিয়েছে আন্দ্রে এসকোবারের হত্যার ঘটনাকে। ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করে ফেলেছিলেন কলোম্বিয়ার এই ফুটবলার।
দেশে ফেরার পর এসকোবারকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা।
টেসিলো বলেছেন, ‘আমার স্ত্রীর কাছে হত্যার হুমকি দেওয়া মেসেজ এসেছে। যেখানে আমাকে হত্যা করার কথা বলা হয়েছে। ’
এদিকে গোটা ঘটনাটি কলোম্বিয়া প্রশাসনকে জানানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছেন। জানা গেছে, টেসিলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। টেসিলো বলেছেন, ‘ফুটবলে এটা ঘটতেই পারে। আশা করব যারা হুমকি দিয়েছে, তারা এটা বুঝবে। ’