দুই পাশে দুইজন। হাতে তাদের লম্বা রাম দা। মাঝে ফেলে একজনকে তারা কোপাচ্ছে। ইচ্ছা মতো।
এক নারী দৌড়ে এসে ঘাতকদের ঠেকাচ্ছেন। কিন্তু পারছেন না। এলোপাতাড়ি কুপিয়ে যাচ্ছে তারা।
দিনের আলোয় প্রকাশ্যে রাস্তার ওপর যখন এমন পৈশাচিক ঘটনা ঘটছে, তখন চার পাশ ঘিরে আছে আরও বেশ কয়েকজন যুবক। পথচারীরাও দেখে দৌড়ে পালাচ্ছিল। আর এই পুরো ঘটনাটি ভিডিও হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যাদের চোখের সামনে এই ভিডিও পড়েছে, তারাই দেখেছে। দেখে আঁতকে উঠেছে।
বরগুনা সরকারি কলেজের সামনে নেয়াজ রিফাত শরীফ নামে এক যুবককে স্ত্রীর সামনে এভাবেই কুপিয়ে হত্যা করা হয়। ভয়ানক বর্বরোচিত এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। যার ছোঁয়া লেগেছে দেশের ক্রিকেটাঙ্গনেও। বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা রিফাত হত্যার বিচার দাবিতে সোশ্যাল সাইটে সোচ্চার হয়েছেন।
‘মি. ডিপেন্ডেবল’ বলে পরিচিত জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি মুশফিকুর রহিম। আমি রিফাত হত্যার বিচার চাই। ‘ সেইসঙ্গে তিনি হ্যাশট্যাগ #JusticeForRifat জুড়ে দিয়েছেন স্ট্যাটাসে।
জাতীয় দলের ‘গতিদানব’ রুবেল হোসেন #JusticeForRifat হ্যাশট্যাগ দিয়ে একইভাবে প্রতিবাদ জানিয়েছেন। তিনিও লিখেছেন, ‘আমি রুবেল হোসেন। রিফাত হত্যার বিচার চাই। ‘