ট্রাকচাপায় ছিটকে গেল প্রাণের দুই কর্মী

Slider জাতীয়

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর সদরের দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মামুন (৩০) ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সুন্দরী এলাকার আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (৩২)। তারা প্রাণ কোম্পানিতে চাকরিতে করতেন।

জানা গেছে, বুধবার রাতে জেলা সদরের কলেজ মোড় থেকে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন ওই দুই কর্মী। পথে বাস টার্মিনাল এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে আটকে যায় মোটরসাইকেলটির হ্যান্ডেল। এতে দুজন ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় স্থানীয়রা আহত দুজনকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা জানান, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। তবে দুর্ঘটনার পর ট্রাক দুটি পালিয়ে গেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *