গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে মো. আবদুর রহিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঐ ব্যক্তির কাছ থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারের দুবাইওয়ালা কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপি’র বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া রহিম দুই তরুণীকে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে দুবাইওয়ালা কলোনিতে নিয়ে আসে।
পরে তাদের দেহ ব্যবসা করতে বাধ্য করে। গোপন সূত্রে এ খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ঐ দুই তরুণীকে উদ্ধার ও হোতা আবদুর রহিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রহিমের দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া রহিম ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলেও ওসি নেজাম জানান।