ঢাকা: রাজধানীর কল্যাণপুরে রাজিয়া পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।
আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার এরশাদ আলী সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে বলেন, রাজধানীর কল্যাণপুর রাজিয়া নামে একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।