আমেরিকা-রাশিয়ার রেষারেষি নিয়ে এবার খোলাখুলি কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “পুতিন আমেরিকা কিংবা আমাকে শাসন করছে না।”
তিনি বলেন, “রাশিয়ার ওপর আমেরিকার আর্থিক অবরোধ আরোপের সিদ্ধান্ত সঠিক হয়েছে।”
পুতিনের সমালোচনা করে ওবামা বলেন, “পুতিন অনেক ভালো একজন দাবাড়ু বলে নানা গল্প প্রচলিত আছে। তিনি কৌশলে পশ্চিমা দেশ, ওবামা ও অন্য দেশের ওপর দাবার কটি ঘুরাচ্ছেন।”
তিনি বলেন, “এ মুহূর্তের বাস্তবতা হলো, রাশিয়ার রুবল নেমে এসেছে। দেশটিতে বড় আর্থিক সংকট দেখা দিয়েছে, আর এগুলো হচ্ছে পুতিনের রাজত্বে। এসব বিষয়ই প্রমাণের জন্য যথেষ্ট যে, পুতিন আমেরিকা কিংবা আমাকে শাসন করছে না।”
ওবামা বলেন, “যেসব দেশ আমেরিকার প্রতিপক্ষ কিংবা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে তাদের বিষয়ে আমরা অবগত।”