মাঠের বাইরের জীবন নিয়ে মামলা-মোকদ্দমার জেরে পেসার রুবেল এখন এমন এক সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যখন তাঁর বিশ্বকাপ যাত্রা নিয়েও সন্দিহান কেউ কেউ। যদিও বিসিবির মুখপাত্র জালাল ইউনুস কাল জানালেন, বিশ্বকাপের জন্য রুবেলকে বিবেচনা না করার কোনো নির্দেশনা এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে নির্বাচকদের কাছে যায়নি। নির্বাচকদের কাছে তেমন কোনো নির্দেশনা না যাওয়া পর্যন্ত রুবেলকে হিসাবের খাতা থেকে ছেঁটে ফেলার সুযোগ নেই। আবার বিসিবি সভাপতি নাজমুল হাসান এ বিষয়ে আরো কিছুদিন অপেক্ষা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলে রাখায় রুবেলের খুব সুস্থির হওয়ারও উপায় নেই। এর মাঝেই গতকাল চেনা রুটিনে ফিরতে দেখা গেল রুবেলকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর সংলগ্ন ছোট মাঠে নিজেদের সুপার লিগ প্রস্তুতি শুরু করল লিজেন্ডস অব রূপগঞ্জ। সেখানেই দেখা গেল বিরল এক দৃশ্য। সাকিব আল হাসান নন, সব টেলিভিশন ক্যামেরা রুবেলের দিকেই তাক করা থাকায় বোঝা গেল মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন তিনিই।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুরোধ যেতেই জুড়ে দেওয়া অবশ্যপালনীয় শর্তটি এরকম, ‘বিশ্বকাপ ছাড়া আর কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না।’ শর্ত দিয়ে কথা বলতে আসা রুবেলকে বিশ্বকাপে যাওয়ার জন্য মরিয়াই মনে হলো, ‘আমি আশাবাদী যে বিশ্বকাপ দলে সুযোগ পাব। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমি ভালো বোলিং করেছি। এখন নিজেকে প্রস্তুত করছি বিশ্বকাপের জন্য।