অনলাইনে কেনাকাটার আগে জেনে নিন

তথ্যপ্রযুক্তি

image_166120.shopping-onlineসমীক্ষা বলছে চলতি অর্থবর্ষে অনলাইনে জিনিসপত্র কেনাকাটার পরিমাণ দাঁড়াবে ২১৬ বিলিয়ান। কিন্তু কতটা বিশ্বাসযোগ্য এই অনলাইনে জিনিস কেনা? কতটা বিশ্বাস করা যায় অনলাইনে কেনা জিনিসের দেওয়া ওয়ার‌্যান্টিকে? কিন্তু সমীক্ষা বলছে, অনলাইনে জিনিস কেনার প্রবণতা বাড়ছে। কমবেশি সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠছে অনলাইন শপিং , কিন্তু বিশেষজ্ঞদের মতে, বেশি দামি জিনিস কেনার ক্ষেত্রে অনলাইনে কেনা একটু ঝুঁকিপূর্ণ। কিন্তু অপেক্ষাকৃত কম দামি জিনিস হলে সহজে কেনার জন্য অনলাইনকে বেছে নেওয়া যেতেই পারে। তবে অনলাইন বুকিং নম্বর-সহ পেমেন্টের সমস্ত নথি যদি ঠিক থাকে তাহলে অনলাইন থেকে জিনিস  কেনা যেতে পারে নিশ্চিন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *