ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট করেন অন্যের ছবিতে। কিন্তু ব্যতিক্রম সালমান খান। আজ পর্যন্ত সালমানের কোনও ছবিতে লাইক বা কমেন্ট করতে দেখা যায়নি তাকে। তিনি অর্থাৎ ক্যাটরিনা কাইফ।
কিন্তু বলি মহলের বহু তারকার ছবিতে লাইক বা কমেন্ট করলেও সেই তালিকা থেকে সালমান খান বাদ পড়লেন কেন? সদ্য প্রকাশ্যে তা শেয়ার করলেন ক্যাটরিনা।
ক্যাটরিনার কথায়, ‘‘এটা আমি ইচ্ছে করে করিনি। তবে এখন যখন জানতে পারলাম, মনে রাখব।
’’
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এর মাধ্যমে দীর্ঘদিন পরে অনস্ক্রিন ফিরছেন সালমান-ক্যাটরিনা। এক সময় অফস্ক্রিনে এই জুটির সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান প্রিয়াঙ্কা। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ।