গাজীপুর: আজ ১৩/০৫/২০১৯ গাজীপুর চৌরাস্তা, শিমুলতলী রোড ও জোড়পুকুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠান এ মোট ৪৩,০০০/- জরিমানা করা হয়েছে। এর মধ্যে অপরাধের মাত্রা অনুযায়ী চৌরাস্তায় ভাই ভাই রেস্তোরাঁ ও জোড়পুকুর এ ঝাউবন রেস্তোরাঁ কে পচা বাসি ইফতার নতুন ইফতারের সাথে মিশিয়ে বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর তেলে খাবার তৈরীর অপরাধে যথাক্রমে ৮০০০/- ও ১০,০০০/-; এবং চৌরাস্তার রসের মিষ্টি কে মেয়াদবিহীন খাদ্য বিক্রির দায়ে ৫০০০/- এবং শিমুলতলীতে হাসিব সুপার শপ এ মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল কসমেটিক্স বিক্রির দায়ে ২০,০০০/- জরিমানা করা হয়েছে। জব্দকৃত সকল মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।
প্রেস বিজ্ঞপ্তি :