বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামানা করে এক যৌথ বিবৃতিতে বলেন, খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ টি পাটকল সহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলের লাখ লাখ শ্রমিকরা তাদের ৯ দফা দাবিতে রাজপথে রেলপথ ও সড়ক পথ অবরধ করে চলেছে। তারা রাজপথেই ভিক্ষার থাল হাতে নিয়েই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে।
১০ মে শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এ বিবৃতিতে বলা হয়, শ্রমিকরা রাজপথে নামাজ ও ইফতার সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও তাদের দাবির প্রতি সরকার এখনও পদক্ষেপ গ্রহণ করেনি।
ফলে শ্রমিকরা মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।
তারা পরিবার সহ ইফতারী ও সেহরী কিনে খেতে পারছে না। বাধ্য হয়ে রাজপথকে বেছে নিয়েছে।
তাদের এই দাবির প্রতি পূর্ণসংহতি প্রকাশ করে এবং অবিলম্বে দাবি মানার আহ্বান জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবালের ইউনিয়ন বাংলাদেশ কাউন্সিলের সাবেক মহাসচিব ও বাংলাদেশ ওয়ার্কর্স ফেডাশেনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, প্লাটিনাম এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার আজাদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক এস এম হামিমুল বাহার, জাতীয় মানবধিকার সমিতি, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ, সাক্ষর ফাউন্ডেশন, অটিজম ভয়েজ ফাউন্ডেশন সহ প্রমুখ।
আরও নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া সহ ৯দফা দাবি পুরন না করলে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি সহ মানববন্ধনের কর্মসূচি পালন করবে।