ঘূর্ণিঝড় ফণী: জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত

Slider শিক্ষা

ঢাকা: ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল শনিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক ফায়জুল করিম এই তথ্য জানান।

ফায়জুল করিম বলেন, শনিবারের স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

‘ফণী’র কারণে ৪ মের পূর্বনির্ধারিত এইচএসসি পরীক্ষাও পেছানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেছেন, ৪ মে সকালের এইচএসসি পরীক্ষা হবে ১৪ মে সকালে। বিকেলের পরীক্ষা ওই দিন বিকেলে হবে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে ৮০-১০০ কিলোমিটার বেগে প্রবেশ করতে পারে। আজ-কাল দুদিন ধরে দেশজুড়ে থাকবে ফণীর প্রভাব।

ভারতের ওডিশা রাজ্যে আজ বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে ১৮০-২০০ কিলোমিটার বেগে আঘাত হানে ফণী।

এদিকে বাউবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাউবি’র বিএজিএড প্রোগ্রামের শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামের আগামীকাল শনিবার ৪ মে ২০১৯ তারিখের পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে।

এ পরীক্ষাটি আগামী ১১ মে ২০১৯ শনিবার একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।

(মো: আবুল কাসেম শিখদার)
পরিচালক
তথ্য ও গণসংযোগ বিভাগ
বাউবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *