কলকাতা: প্রচণ্ড হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি। একটার পর একটা গাছ উপড়ে পড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে ঘরের চাল। ফণীর তাণ্ডবে রীতিমতো লন্ডভন্ড ওড়িশা। সকাল ৯টা নাগাদ ওড়িশার পুরীতে আছড়ে পড়ে ফণী। আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। তার পর থেকেই ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে তাণ্ডব দেখাতে শুরু করেছে ফণী।
পুরী, কটক, ভুবনেশ্বর, বালাসোর, চাঁদিপুর, গোপালপুরের মতো এলাকাগুলোতে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহবিদেরা। ইতিমধ্যে দু’জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এই এলাকাগুলো সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাট জনশূন্য।
ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে গিয়েছে ওড়িশায়। বিদ্যৎহীন ওড়িশার বিভিন্ন অঞ্চল। লন্ডভন্ড হয়ে গিয়েছে উপকূলবর্তী বহু গ্রাম। জল জমে গিয়েছে, ভেঙে গিয়েছে বহু ঘর।
পুরীর সাক্ষীগোপালে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত্যু হয়েছে ওড়িশার কেন্দ্রাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক প্রৌঢ়ার।