দক্ষিণ কোরিয়া দূতাবাসের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪১তম বার্ষিকী উপলক্ষে ‘চার্ম অব কোরিয়া-৬’ শীর্ষক এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংগীতানুষ্ঠানে কোরিয়ার বিশিষ্ট সংগীত পরিচালক, সংগীত রচয়িতা ও পিয়ানো বাদক লিম ডং চেংয়ের পরিচালনায় পার্ক সুং হি, মারো এবং পারা এবং নোরেউম মাচি বাদকদল বর্ণাঢ্য সংগীত ও বাদ্যযন্ত্র পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বন্ধুত্বের সম্পর্কের নির্দশনস্বরূপ সম্মিলিতভাবে সকল শিল্পীরা পরিবেশন করেন ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক গানটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানটি উপভোগ করেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সাংস্কৃতিক কর্মসূচি বিনিময়ের অংশ হিসেবে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর তিন দিনব্যাপী ঢাকা ও চট্টগ্রামে ‘চার্ম অব কোরিয়া’ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ১৭ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ংয়ের বাসভবনে অনুষ্ঠিত হয় প্রথম অনুষ্ঠান। এরই অংশ হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এ অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।