বগুড়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহনি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলার কারণে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফী হিরো বাদি হয়ে আজ(রবিবার) মামলাটি দায়ের করেন। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ মামলাটি তদন্ত করে ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে ৮/১০টি মামলা বিচারাধীন। ওই মামলাগুলোতে তিনি দীর্ঘদিন পলাতক রয়েছেন। গত ১৫ ডিসেম্বর তিনি লণ্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখামাত্র ‘রাজাকার’ বলার পরামর্শ দেন। তার এই বক্তব্য মানহানিকর ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র। এতে বাদি ও তার সংগঠনের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।