মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আর থাকছে না বিকিনি

বিচিত্র

bikini-65আগামী বছর থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় থাকছে না বিকিনি রাউন্ড৷ তুলেই দেওয়া হচ্ছে পাকাপাকিভাবে৷সংস্থার চেয়ারম্যান জুলিয়া মোরলে একটি বিদেশি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই তথ্য৷

১৯৫১ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত কখনও বাদ দেওয়া হয়নি বিকিনি রাউন্ড৷ তা হলে হঠাৎ কী হল যে এরকম সিদ্ধান্ত নিতে হল? জুলিয়ার বক্তব্য, তিনি এভাবে মেয়েদের অর্ধনগ্ন অবস্থায় বিকিনি পরে দেখতে মোটেও পছন্দ করেন না৷ আর এই পুরো রাউন্ডটাই অর্থহীন৷এতে প্রতিযোগী বা বিচারক কারওরই কোনও লাভ হয় না৷ তাই রাউন্ডটি তুলে দেওয়াই বাঞ্ছনীয়৷আর কারওর শরীর এভাবে মাপার থেকে তার বক্তব্য শুনে মানসিকতা বিচারটা আরও বেশি জরুরি বলে মনে করেছেন কর্মকর্তারা৷ তাই মিলিতভাবেই এই সিদ্ধান্ত৷

এর আগে ঠিক করা হয়েছিল স্যুইমস্যুট রাউন্ডটা টিভিতে দেখানো হবে না৷ হোটেলের পুলসাইডে কোনওরকমে নমো নমো করে সেরে সেখানেই বিজয়ীর নাম ঘোষণা করা হবে৷ কিন্ত এবার রাউন্ডটাই তুলে দেওয়া হল প্রতিযোগিতা থেকে৷বরং বুদ্ধিমত্তা আর আই কিউ-এর উপর বেশি জোর দেওয়ার পরিকল্পনা করছেন কর্মকর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *