শর্ত না থাকলে ভারতের সঙ্গে কাশ্মীরও থাকবে না: মাহবুবা মুফতি

Slider সারাবিশ্ব

বিজেপির জোটসঙ্গী ছিলেন কিছুদিন আগেও। কিন্তু এখন কার্যত সাপে-নেউলে সম্পর্ক। এরই মধ্যে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মাহবুবা মুফতি।

তিনি বলেছেন, ‘জম্মু-কাশ্মীর যে শর্তে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলো যদি উঠিয়ে নেওয়া হয়, তাহলে ভারতের সঙ্গে কোনও সম্পর্কই রাখবে না কাশ্মীর।


উল্লেখ্য, বুধবার জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রেসিডেন্ট মাহবুবা মুফতি অনন্তনাগ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন। তারপরই এমন মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে বলে রাখা যায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভারতের সংবিধান থেকে ৩৭০ এবং ৩৫এ বাতিল করার কথা বলেছেন।

মাহবুবার এ দিনের মন্তব্য সেই বক্তব্যেরই পালটা বলে মনে করা হচ্ছে। তবে মাহবুবার মন্তব্য নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *