বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগের অবস্থানের কোনো হেরফের হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
শনিবার বেলা সাড়ে ১১টায় আমেরিকান সেন্টারে বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান ।
মজীনা বলেন, নির্বাচনের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে যে অবস্থান ব্যাখ্যা করা হয়েছিল, তার কোনো হেরফের হয়নি।
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে মর্মে সরকারি মহল থেকে যে অভিযোগ করা হয়, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, রাজনীতির মাঠে কোনো বিশেষ দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।
মজীনা বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে। তিনি জানান, বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী ও কোস্ট গার্ডকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশকে ‘ল্যান্ড অব ম্যাজিক অ্যান্ড স্ট্রেনথ’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, কোনো মানদণ্ডেই বাংলাদেশ এখন আর দরিদ্র রাষ্ট্র নয়।