যশোর: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৪ টি শিশু ও দুই মহিলা রয়েছেন। এদের ৪ জনের অবস্থা গুরুতর।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় একটি ট্রাকের সাথে যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক শিশু। হাসপাতালের চিকিৎসক ওহেদুজ্জামান আহাদ জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।
যে কোন সময় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন ওই চিকিৎসক।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় আলেক (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হন। এসব দূর্ঘটনার কারনে যশোর বেনাপোল সড়কে বেশ কয়েকঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। দূঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ জনতা এসময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। । পরে পুলিশ পরিস্থিতি শান্ত করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।