আমি নিজেই একটু অস্বস্তিতে পরেছি, ভুল হয়েছে–ভিপি নুর

Slider বিচিত্র


বিশ্ববিদ্যালয় রিপোর্টার: প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে গণভবনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিজের কনসেনট্রেশন নষ্ট করেছে বলে দাবি করেছেন ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর।

আজ রবিবার মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, গণভবনে আমরা শুনেছিলাম যে কেবল ডাকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হল সংসদের নেতৃবৃন্দকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা গিয়ে দেখি এর বাইরে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও ছিলেন। ফলে সেখানে যাওয়ার পর আমি নিজেই একটু অস্বস্তিতে পরেছি, ভুল হয়েছে। স্বাভাবিকভাবেই একবার যদি মানুষের কনসেনট্রেশন (মনযোগ) নষ্ট হয়ে যায় তাহলে কথা বলার মুড’টা থাকেনা। সেকারণে আমি অনেক কথা বলতে পারিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে দেখা করতে যান ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *