ঢাকা: সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় এই টেস্টের দুই দিন হয়ে গেলেও টস পর্যন্ত হয়নি। প্রথম দিন খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ শনিবারও একই ঘটনা ঘটল।
আজ দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে হওয়ার কথা ছিল। কিন্তু কোথায় কী! প্রথম দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর প্রকৃতিদেবী কিছুক্ষণের জন্য প্রসন্ন হন। দুই দলের ক্রিকেটাররা গা গরম করতে মাঠে নামেন। পাশাপাশি চলে মাঠ শুকানোর কাজ। উদ্দেশ্য ছিল শেষ সেশনের কিছু সময়ের জন্য হলেও বল মাঠে গড়ানোর। কিন্তু মাঠ শুকাতে না শুকাতেই আবারও শুরু হয় বৃষ্টি।
শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেরা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগামীকাল রবিবারও যথারীতি ৩০ মিনিট আগে মানে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এখন বৃষ্টি দেবীর মনে কী থাকবে সেটা আগামীকালই জানা যাবে। উল্লেখ্য, প্রথম টেস্ট ইনিংস এবং ৫২ রানের ব্যবধানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।