নানা কর্মসূচীর মধ্যেদিয়ে রাঙামাটি পালিত হয়েছেন আন্তর্জাতিক নারী দিবস।
শুক্রবার দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরে উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা ব্যানার ফ্যাস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
রাঙামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রওশন আরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এছাড়া রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা জাহান আক্তার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল আলোচনা সভায় অংশ নেন
পরে বিভিন্ন ক্যাটাগড়িতে পাঁচজন নারীকে ‘জয়িতা’ সম্মাননা সনদ প্রদান করা হয়।
অন্যদিকে রাঙামাটিতে আশিকা নামে একটি এনজিও সংস্থা ‘সম্পত্তিতে আদিবাসী নারী সমান অধিকার চাই’ এ স্লোগানকে সামনে রেখে স্বাক্ষরতা অভিযান কর্মসূচী পালন করেছে।