ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ফের ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার বিকেলে রাজস্থান প্রদেশের বিকেনার জেলার শোভাসর কি ধানি নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট সফলভাবে বিমান থেকে বের হতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
খবরে বলা হয়, শুক্রবার বিকেলে রুটিন মিশনের অংশ হিসেবে বিমানটি আকাশে উড্ডয়ন করে। রাজস্থানের বিকানের জেলা থেকে ১২ কিলোমিটার দূরের শোভাসার নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখির কারণে বিমানটি স্বাভাবিকভাবে চলতে না পেরে বিধ্বস্ত হয়েছে।
জেলা পুলিশ সুপার প্রদীপ মোহন বলেছেন, খবর পাওয়া মাত্র পুলিশ সেখানে উদ্ধার অভিযানে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।