মাসুদ পারভেজ কাপাসিয়া (প্রতিনিধি): গাজীপুরের কাপাসিয়ায় ছয় নারী ও ৮ পুরুষ মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আজ বুধবার দুপুরে প্রিজনভ্যানে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হল উপজেলার তরগাঁও গ্রামের মোজাহার হোসেনের ছেলে রেদুয়ান ওরফে রেজা, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে উজ্জল প্রধান, খোদাদিয়া চৌকিদার পাড়ার জসিম উদ্দিনের স্ত্রী পারভীন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বাবু খানের স্ত্রী গোলেনূর ও বাবু খানের পুত্র আসলাম খান, কাপাসিয়ার তরগাঁও গ্রামের ওয়াজেদ বেপারীর ছেলে আল জোবায়েদ হাসান নাহিদ, উরুন গ্রামের রাফাত উল্লার ছেলে ইমরুজ আহমেদ ওরফে রিজন, নলগাঁও গ্রামের মতি মোল্লার ছেলে আলী হোসেন এবং শ্রীপুর উপজেলার দয়বাড়ী এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী রহিমা বেগম। তাদের বিরুদ্ধে এএসআই মো. সেকান্দর আলী খাঁন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
কাপাসিয়া থানার এসআই মনিরুজ্জামান জানান, এদের মধ্যে রেদুয়ান ওরফে রেজা ও উজ্জল প্রধান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে তারা মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। তাদের বিরুদ্ধে মাদক কেনা-বেচার অভিযোগ রয়েছে।বিভিন্ন মামলার পলাতক আসামিরা হল চরদৌলতখাঁ গ্রামের মৃত আ. বারিকের স্ত্রী ফাতেমা বেগম, শ্রীপুর গ্রামের সৈয়দ উদ্দিন মোল্লার ছেলে ওয়াজ উদ্দিন মোল্লা, তরগাঁও গ্রামের মৃত হাই মোল্লার স্ত্রী হাজেরা, নূরুল ইসলাম মোল্লার স্ত্রী জাহানারা বেগম এবং রায়েদ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আবু হানিফা।