ফুলপুরে পিকনিকের বাস উল্টে আহত ৫০

Slider গ্রাম বাংলা

ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোড মোড়স্থ মেন্দি মিয়ার বাড়ি সংলগ্ন মহাসড়কে পিকনিকের বাস উল্টে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হাত পায়ে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

তবে সবাই আশংকামুক্ত বলে জানান কর্তব্যরতচিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার প্রাণেশ চন্দ্র পণ্ডিত।
সরেজমিন পরিদর্শনে গেলে হাসপাতাল অভ্যন্তরে এক হৃদয় বিদারক দৃশ্য নজরে পড়ে। স্থানে বসে ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছিল।

ছাত্রছাত্রীদের কান্নাকাটিতে হাসপাতাল এলাকা ভারী হয়ে ওঠে। আশপাশের অনেকেই দৌঁড়ে তাদের দেখতে আসেন। দ্রুত হাসপাতালে ছুটে যান ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মূ। এর আগে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জানা যায়, শেরপুর জেলার শ্রীবর্দি হাসান শাহরিয়ার কিন্ডারগার্টেনের ছোট বড় প্রায় দেড়শ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক দুইটি বাসে করে বুধবার সকালে ঢাকা চিড়িয়াখানায় পিকনিকে যান। পিকনিক শেষে ফেরার পথে ফুলপুর শেরপুর রোড মোড়স্থ মেন্দি মিয়ার বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে।

এ সময় বাসের হেলপার ড্রাইভিং করছিল বলে অভিযোগ করেন ওই স্কুলের শিক্ষক বিকাশ বর্মন। অভিভাবক আজিজুর রহমান বলেন, প্রতি গাড়িতে ছোট বড় প্রায় ৭০ থেকে ৭৫ জন যাত্রী ছিল। পরে হঠাৎ চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি উল্টে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *