আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন

Slider গ্রাম বাংলা

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো: নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”- স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন পালন করা হয়।
বুধবার সকাল ১১টা হতে ঘন্টাব্যাপী দিবসটি উপলক্ষে দিনাজপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুর রশীদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোর্শেদ আলী খানসহ বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রধানগণ।

এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ জেলা প্রশাসক কার্যালয় হতে সর্বস্তরের অংশগ্রহণে গোর এ শহীদ বড় ময়দানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, নারী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *