এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট আগামীকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হবে।
এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মোট ২৭টি পদে ২৭ জন করে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর মাঝে ১ ঘণ্টা বিরতি থাকবে।
বৃহস্পতিবারও একইভাবে ভোটগ্রহণ করা হবে।
এবারে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল। ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।