গাজীপুর: মাদক বিরোধী অভিযান “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর পুলিশের এসি সার্কেল (কোনাবাড়ী জোন) জনাব অপুর্ব সাহা এবং কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান এর নেতৃত্বে কাশিমপুর থানা এলাকার পানিশাইল মোড় থেক লালচান (৩০),কে বিশ পিস ইয়াবা ট্যাবলেট,ইকবাল (৩২)কে দশ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন।
আটককৃত দুই যুবকের জিজ্ঞাসাবাদে জানায় ইয়াবা ট্যাবলেট গুলো সুরাবাড়ীর কুখ্যাত মাদক সম্রাট শরীফ দেওয়ান এর কাছ থেকে ক্রয় করিয়াছে। কাশিমপুর থানার চৌকস টিম সুড়াবাড়ী নয়াপাড়া এলাকায় দীর্ঘ সময় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট শরীফ দেওয়ানকে তার বসত বাড়ী এলাকার পরিত্যক্ত এক জঙ্গল থেকে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করেন।
আটককৃত কুখ্যাত মাদক সম্রাট শরীফ দেওয়ান হত্যা মামলা সহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শরীফ দেওয়ান (৩০), গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী নয়াপাড়া এলাকার হাসেম দেওয়ান এর ছেলে।
পুলিশ জানায়, কুখ্যাত মাদক সম্রাট শরীফ দেওয়ান আন্তজেলা মাদক কারবারী। দীর্ঘদিন যাবৎ নিজ বসত বাড়ীর আশপাশ এলাকা সহ জিরানী, পানিশাইল, সোনালীপল্লী, মাধবপুর, শৈলডুবী, সুরাবাড়ী, শ্রীপুর, আশুলিয়া নিজেকে আত্মগোপন করিয়া নিষিদ্ধ মাদক ব্যবসা করে আসছিল।
মাদক ব্যবসায়ী শরীফ দেওয়ানকে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।