দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে পার্বত্য জেলা চট্টগ্রাম ও বান্দরবানের বেশ কয়েকটি এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।
মৃত্তিকা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুব ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ মৃদু ভূ-কম্পনে কেঁপে ওঠে বান্দরবান শহরসহ আশপাশের এলাকা। ৪ থেকে ৫ সেকেন্ড স্থায়ী হয় এ ভূকম্পন।
এদিকে চট্টগ্রামেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
কম্পনের উৎপত্তি স্থল এবং রিকটার স্কেল সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কম্পনটা বড়ই ছিল।
ভূকম্পনে আতঙ্কিত হয়ে স্থানীয় লোকজন ঘরবাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন বলে জানা গেছে।