রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো- রাজু (২৫) এবং মোহন (২৫)।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ড্রোন বা কোয়াড হেলিকপ্টার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।