বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসের সংবর্ধনা

জাতীয়

rashtopotyবিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।
৪৪তম বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে কেক কাটেন।
বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের খোঁজ খবর নেন।

জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কূটনীতিক, সুপ্রীম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, প্রবীণ রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় পার্টির চেয়ার হুসেইন মুহাম্মদ এরশাদও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পি সুবির নন্দী, শাকিলা জাফর, মলয় কুমার গাঙ্গুলী, চন্দন মজুমদার এবং শ্যামা রহমান দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *